ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

পুলিশের ভ্যান থেকে পালিয়েছে রোহিঙ্গা আসামী 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৫, ২২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারে আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়েছে এক রোহিঙ্গা আসামী। আসামীর নাম মুজিবুল আলম (২৮)। সে উখিয়ার বালুখালী ক্যাম্প-২ ওয়েস্ট-ডি-ব্লকের দিল মোহাম্মদের ছেলে।

শনিবার (২২ অক্টোবর) শনিবার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আজ বিকেলে ১২ জন আসামী উখিয়া থেকে প্রিজন ভ্যানে করে আদালতে পাঠানো হয়৷ পথিমধ্যে রামু সেনানিবাস অতিক্রম করার পর হঠাৎ এক আসামী বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে এক আসামী পালিয়ে যায়। সে রোহিঙ্গা নাগরিক। তাকে গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। পাশাপাশি প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি